• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইউরো কাপ

ইউরো কাপে বর্ণবিদ্বেষের প্রতিবাদ জানাবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ১৮:০৩
ছবি- টুইটার

প্রীতি ম্যাচে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাটুগেড়ে বসেছিল ইংল্যান্ড দল। তবে সেটা সুখকর হয়নি। এক শ্রেণির সমর্থককে দেখা যায় মাঠেই বিদ্রূপ করতে।

শনিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে হাঁটু-গেড়ে প্রতিবাদ জানানোর সময় গ্যালারিতে থাকা কিছু সমর্থক বাজে আচরণ দেখান ইংলিশ দলের বিপক্ষে। যদিও আবার কিছু সমর্থক হাততালি দিয়ে সমর্থন করেন।

তবে তাতে দমে যাননি ইংল্যান্ড ফুটবল দল। তারা সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন ইউরো কাপে প্রতিবাদ জানাবেন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে।

এ নিয়ে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বলেছেন, “যারা বিদ্রূপ আচরণ করেছে তারা নিজের দেশকেই ব্যঙ্গ করছে। আমি মনে করি, এটা যার পছন্দ না, সে চুপ থাকলেই পারে। কিন্তু নিজের দেশের খেলোয়াড়দের ব্যঙ্গাত্মক আচরণ দেখানো ঘৃণিত কাজ।”

গত বছর করোনা মহামারির সময়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে দুই দলের খেলোয়াড়রা হাটুগেড়ে প্রতিবাদ জানিয়েছিল বর্ণবাদের। এরপর থেকে এই প্রতিবাদ অনেক খেলাতেই দেখা যায়। ফুটবলও ব্যতিক্রম নয়।

এর আগে বিভিন্ন ঘরোয়া লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও দেখা যায় বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh