• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-ভারতের শেষ তিন ম্যাচই ড্র

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ১৫:৪২
Bangladesh vs india 2021 live, rtv online, india  vs  bangladesh
২০১৯ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে ড্র করতে সমর্থ হয় বাংলাদেশষ

বিশ্বকাপ ও এশিয়ান কাপ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সোমবার (৭ জুন) কাতারের দোহায় খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। টি-স্পোর্ট ও জিটিভিতে সম্প্রচার করা হবে ম্যাচটি।

জসিম বিন হামাদ স্টেডিয়ামে এই ম্যাচে জিতে ‘ই’ গ্রুপের পয়েন্ট তালিকায় ভারতকে টপকে যেতে চায় বাংলাদেশ।

এখন পর্যন্ত ছয় ম্যাচে দুই ড্রয়ে গ্রুপে বাংলাদেশের অবস্থান পঞ্চম। আর তিন পয়েন্ট নিয়ে ভারত রয়েছে চতুর্থ স্থানে।

গেল বৃহস্পতিবার শক্তিশালী আফগানিস্তানকে রুখে দিয়ে বেশ আত্মবিশ্বাসী লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ভারত বধের ছক কষছে জেমি ডের শিষ্যরা।

ফিফা র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান ১০৫ ও বাংলাদেশের ১৮৪।

ভারতের বিপক্ষে ২৯ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটিতে। হার ১৫ টিতে। ড্র হয়েছে ১১টি ম্যাচ।

১৯৭৮ সালে এশিয়ার গেমসে প্রথমে মুখোমুখি হয়েছিল দুই দল। ১৯৯১ এর কলম্বো সাফ গেমসে প্রথম জয় তুলেছিল বাংলাদেশ (২-১)। অন্যদিকে দ্বিতীয় জয় এসেছিল ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমসে (১-০)। সবশেষ ২০০৩ এর সাফ ফুটবলের সেমিফাইনালে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা (২-১)।

গেল ১৮ বছরে জয় নেই ভারতের বিপক্ষে। তবে শেষ ৩ ম্যাচই ড্র করেছে দল দুটি। ২০১৩ সালে সাফ ফুটবল (১-১), ২০১৪ সালে ফিফা প্রীতি ফুটবল (২-২) এবং ২০১৯ বিশ্বকাপ বাছাইয়ে ড্র (১-১) হয়।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে হোয়াটসঅ্যাপ বন্ধের হুঁশিয়ারি মেটার
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
X
Fresh