• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেসির গোলেও শেষ রক্ষা হলো না বার্সার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ মে ২০২১, ০৯:১৭
barcelona messi, rtv news, rtv online
ছবি- সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় সেলটা ভিগোর বিপক্ষে ২-১ এ হারতে হলো বার্সেলোনাকে। এতে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল কাতালানরা।

রোববার ঘরের মাঠে ২৮তম মিনিটের হেডের মাধ্যমে গোল তুলে নেন লিওনেল মেসি। যা চলতি মৌসুমে স্প্যানিশ লিগে আর্জেন্টাইন মহাতারকার ৩০তম গোল।

বার্সা অধিনায়কের গোলের স্বস্তি বেশি সময় স্থায়ী হয়নি। ১০ মিনিট পরেই গোল শোধ করেন সান্তি মিনা।

সমতা নিয়ে বিরতিতে যায় সফরকারীরা। এই ম্যাচে জয় ছাড়া কোনও উপায় ছিল না বার্সেলোনার। তাই গোল করার চেষ্টা চালাতে থাকে মেসির দল।

ম্যাচের ৮৩তম মিনিটে বার্সা ডিফেন্ডার ক্লিমেন্ট লেঙ্গলেটকে লালকার্ড দেখতে হয়। ১০ জনের দল পেয়ে ৮৯ মিনিটে নিজের ও সেলটা ভিগোর দ্বিতীয় গোলটি তুলে নেন স্প্যানিশ ফরোয়ার্ড মিনা।

৩৭ ম্যাচ পর ৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়েছে বার্সা। একই রাতে জয় তুলে ৮৩ ও ৮১ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম স্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ ও দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার্সেলোনায় থাকছেন জাভি!
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
X
Fresh