• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টুইট বার্তায় ভারত পাকিস্তানের ক্রিকেটাররা ঈদ শুভেচ্ছায় যা বললেন

আরটিভি নিউজ

  ১৪ মে ২০২১, ১৭:৩৫
ফাইল ছবি

একমাস সিয়াম সাধনার পর মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশে ঈদুল ফিতর পালিত হয়েছে বৃহস্পতিবার (১৩ মে)। আর শুক্রবার (১৪ মে) বাংলাদেশসহ এশিয়ার অনেক দেশেই পালিত হচ্ছে ঈদুল ফিতর।

এই দুই দিন মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অনেকেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টুইট করে জানান, ‘সবাইকে ঈদ মোবারক। আশা করি দিনটা যেন সবাই দারুণ কাটায়।’

ভারতের অধিনায়ক বিরাট কোহলিও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বৃহস্পতিবার। কোহলি লেখেন, ‘এই নজিরবিহীন সময়ে ঈদের চেতনা ভালোবাসা, শান্তি ও আনন্দ বয়ে আনুক। ঈদ মোবারক। নিরাপদে থাকুন।’ নজিরবিহীন সময় বলতে তিনি করোনা মহামারির কথা বুঝিয়েছে।

ভারতের তারকা ব্যাটসম্যান অজিঙ্কা রাহানের টুইট, ‘সবাইকে ঈদ মোবারক। এই বছরটা সবার পরিবারে সুখ-শান্তি বয়ে আনুক।’

শোয়েব মালিক তার স্ত্রী টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে তোলা ছবি পোস্ট করে লেখেন, ‘আরেকটি জীবন পাল্টে দেওয়ার বছর এবং মহামারির মধ্যে মানবতা টিকে আছে। সৃষ্টিকর্তার কাছে সবার জন্য ক্ষমা, সুস্বাস্থ্য, শান্তি ও আনন্দ কামনা করছি আমরা। সবাইকে ঈদ মোবারক।’

সানিয়া মির্জা নিজে টুইটারে লেখেন, ‘সবাইকে ঈদ মোবারক। আসুন ভোগান্তির মধ্যে থাকা মানুষের কথা একটু ভাবি। সৃষ্টিকর্তা তাদের কষ্ট লাঘব করুন এবং দ্রুত আরোগ্যলাভ করুক বিশ্ব।’

ভারতের পেসার মোহাম্মদ শামির টুইট, ‘সৃষ্টিকর্তা আমাদের ভালো কাজগুলো গ্রহণ করুন। সীমালঙ্ঘনকে ক্ষমা করুন। গোটা বিশ্বে মানুষের ভোগান্তি কমিয়ে দিন। সবাইকে ঈদের শুভেচ্ছা। নিরাপদে থাকুন, ঘরে থাকুন।’

পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ হাফিজের টুইটটি এমন, ‘বিশ্বের সব মুসলিমকে ঈদের শুভেচ্ছা। নিরাপদে থাকুন, ভালো থাকুন।’

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের টুইট, ‘ঈদের এই শুভলগ্নে সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।’ ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংও শুভেচ্ছা জানিয়েছেন ঈদের, ‘সবাইকে ঈদের উষ্ণ শুভেচ্ছা। এই শুভ লগ্নের চাঁদ সবার আশার রেখাপাত ঘটিয়ে সব দুঃখ বিলীন করে দিক। দয়া করে সবাই নিরাপদে থাকুন।’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজার টুইট, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। দিনটা উপভোগ করুন কিন্তু দয়া করে সামাজিক দূরত্ব মেনে চলুন ও মাস্ক পরিধান করুন।’

ওয়াসিম আকরাম টুইটারে একটি ভিডিওবার্তায় ‘সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। বলেন আমার পরিবারের তরফ থেকে আপনি এবং আপনার পরিবারকে শুভেচ্ছা। দিনটা উপভোগ করুন তবে সবাই সাবধান থাকুন। কোভিডের কারণে অনেকেই প্রিয়জন হারিয়েছেন। তাই সাবধান থাকুন।’

এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল
৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির!
দ্বিতীয় সন্তানের মা-বাবা হচ্ছেন আনুশকা-বিরাট
ভারতের হারে সুসংবাদ পেল বাংলাদেশ
X
Fresh