• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপ আর্চারিতে অংশ নিচ্ছেন ৮ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ মে ২০২১, ১৮:০৬
world archery bangladesh, rtv online
ছবি- সংগৃহীত

সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ আর্চারিতে অংশ নিতে আগামী ১৬ মে দেশ ছাড়বে বাংলাদেশ আর্চারি দল।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ফেডারেশন কর্তারা। ১৭ থেকে ২৩ মে বসবে বিশ্বকাপ আর্চারির স্টেজ-২ এর খেলা। বাংলাদেশ দলের হয়ে রিকার্ভের পুরুষ বিভাগে ৪ জন ও নারী বিভাগে ৩ জন এবং কম্পাউন্ডে পুরুষ বিভাগে অংশ নেবেন ১ জন আর্চার।

প্রতিযোগিতায় ভালো করার আশা, দলের প্রধান প্রশিক্ষক মার্টিন ফ্রেডারিকের।

তিনি বলেন, ‘গেল বছর লকডাউনের পর শুরুর ৫ মাস আমরা অনুশীলন করতে পারিনি। তবে ছেলে-মেয়েরা চেষ্টা করেছে ফিটনেস ধরে রাখার। চলতি বছরের মার্চে জাতীয় আর্চারিতে খেলেছে। এরপর বাংলাদেশ গেমস খেলেছে। সেখানে তারা নিজেদের পারফরম্যান্স মেলে ধরেছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবায়েত আহমেদ।

বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড যাচ্ছেন যারা

অফিসিয়াল

কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

হেড কোচ

ফ্রেডরিক মার্টিন

কোচ

জিয়াউল হক।

রিকার্ভ পুরুষ

রাম কৃষ্ণ সাহা, রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম,

রিকার্ভ নারী

বিউটি রায়, দিয়া সিদ্দিকী, মেহনাজ আক্তার মনিরা।

কম্পাউন্ড পুরুষ

অসীম কুমার দাস

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh