• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনা মুক্ত সাকিবের দুই সতীর্থ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ মে ২০২১, ১৩:৪৭
ছবি- আইপিএল

কলকাতা নাইট রাইডার্সের দুই সদস্য বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিওরকে দিয়েই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) করোনার প্রবেশ। শেষ পর্যন্ত আসর স্থগিত হয়ে যায় করোনা ছড়িয়ে পড়ায়।

তবে শেষ পর্যন্ত তারা বাড়ী ফিরেছেন করোনা মুক্ত হয়ে। দুই ক্রিকেটার গত ১০ দিন ছিলেন কোয়ারেন্টিনে। কোয়ারেন্টিন পূর্ণ করে কোভিড নেগেটিভ হয়েই বাড়ি ফিরেছেন বরুণ ও সন্দীপ।

এ নিয়ে বিসিসিআই এর এক কর্মকর্তা বলেন, “বরুণ ও সন্দীপ ১০ দিন কোয়ারেন্টিনে থেকে বাড়ি ফিরে গেছে। বাড়ি ফিরলেও কলকাতা নাইট রাইডার্সের চিকিৎসকরা তাদের স্বাস্থ্যের ব্যাপারটা নিয়মিত দেখবে।”

বরুণ ও সন্দীপের থেকে করোনা ভাইরাস সংক্রমিত হয় দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্র। এরপর চেন্নাই সুপার কিংস শিবির ও ঋদ্ধিমান সাহা কোভিডে আক্রান্ত হলে গত ৪ মে আইপিএল বন্ধের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh