• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কোভিড ভ্যাকসিন নিয়েছেন কোহলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মে ২০২১, ১৫:৪৪
ছবি- বিরাট কোহলি

ধরতে হবে ইংল্যান্ডের বিমান। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে প্রায় চার মাসের মতো ব্রিটিশ ভূমে থাকতে হবে ভারতের টেস্ট দলকে।

তাই দেশ ছাড়ার আগে সোমবার কোভিড ভ্যাকসিন নিয়েন অধিনায়ক বিরাট কোহলি। দেশটিতে করোনা মহামারিতে বিরাটের ভ্যাকসিন নেয়াটাও অনেক বড় বার্তা। ভ্যাকসিন নেওয়ার ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তিনি।

ছবির সঙ্গে বিরাট লিখেছেন, ‘ভ্যাকসিন নিন যতটা দ্রুত সম্ভব। নিরাপদে থাকুন’।

বিরাটের আগে দলের কোচ রবি শাস্ত্রী, অজিঙ্কা রহানেসহ বেশ কয়েকজন ভ্যাকসিন নিয়েছেন। বলা হয়েছে ইংল্যান্ডগামী দলের সদস্যদের ইংল্যান্ডের আবিষ্কৃত অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন দেয়া হয়েছে।

এ নিয়ে বোর্ডের একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, “কোভিশিল্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। এটি ইংল্যান্ডের কোম্পানির। যেহেতু দলকে সেখানে চার মাসের মতো থাকতে হবে তাই ইংল্যান্ডে গিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবে। কেন না, অন্য কোনও টিকা নিলে সেটা কাজে লাগবে না।”

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল
৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির!
দ্বিতীয় সন্তানের মা-বাবা হচ্ছেন আনুশকা-বিরাট
ভারতের হারে সুসংবাদ পেল বাংলাদেশ
X
Fresh