• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

বাংলাদেশ সফরের আগে লঙ্কান দলে কোভিডের হানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২১, ২০:২৭

আগামী ১৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সফরে রয়েছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরজন্য অনুশীলনও শুরু করে দিয়েছে প্রাথমিক একটি দল।

তবে বাংলাদেশ সফরের আগে করোনা বাসা বেঁধেছে লঙ্কান দলে। দলটির দুই সদস্য কোভিড পজিটিভ হয়েছে। একজন অলরাউন্ডার ধানাঞ্জায়া লাকশান ও ঈষান জয়ারত্নে।

লঙ্কান গণমাধ্যমে জানানো হয়েছে, প্রাথমিক দলে থাকা পেসার শিরান ফার্নান্দো কোভিড পজিটিভ হয়েছিলেন। তবে ৮ মে কোয়ারেন্টিনের সময় ফার্নানাদোর সঙ্গে দেখা হয় এই দুজনের। এরপরই তাদের পরীক্ষা করানো হলে তাদেরও কোভিড পজিটিভ হয়।

তবে দুজন চূড়ান্ত দলে থাকবে কী না সেটা নির্ভর করছে কোয়ারেন্টিনের ওপর। কেন না, বাংলাদেশ সফরে আসতে বাকি আর আট দিন। এর ভেতরে করোনা নেগেটিভ হতে হবে এবং মূল দলের জন্য বিবেচনা করা হলে।

এমআর /

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh