• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পানশালায় ওয়ার্নার-স্ল্যাটারের মারামারি, গুজব বলে দাবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২১, ১১:২৬
David Warner, Michael Slater Maldives, ipl. Australia, rtv online
ডেভিড ওয়ার্নার ও মাইকেল স্ল্যাটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ এবং ধারাভাষ্যকাররা বর্তমানে মালদ্বীপে অবস্থান করছেন। সেখানেই একটি পানশালায় মারামারিতে জড়িয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও সাবেক খেলোয়াড় মাইকেল স্ল্যাটার।

আইপিএলের এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অংশ নিয়েছেন ওয়ার্নার। অন্যদিকে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন স্ল্যাটার। দুজনের মারামারির বিষয়টি ডেইলি টেলিগ্রাফ সামনে নিয়ে আসলেও ফক্স স্পোর্টসের কাছে অস্বীকার করেছেন তারা। দাবি করেছেন গুজব ছড়ানো হচ্ছে।

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার স্ল্যাটার বলেন, ‘এমন কোনও ঘটনাই ঘটেনি। সব গুজব। আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তাই লড়াই হবার কোনও সুযোগই নেই।’

অন্যদিকে ওয়ার্নার বলেন, ‘আমি জানি না এসব কোথায় শুনেছেন আপনারা। কোনও প্রমাণ ছাড়া এগুলো লিখতে পারবেন না। আমাদের মধ্যে কিছুই হয়নি।’

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার অস্ট্রেলিয়া সরকার ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয়। আগামী ১৫ মে পর্যন্ত ভারত থেকে কোনও বিমান সে দেশে ছেড়ে যাবে না বলে নির্দেশনা জারি করা হয়। আইপিএল স্থগিত হওয়ার পরও ভারত থেকে সরাসরি দেশে ফিরতে পারছেন না অজি ক্রিকেটাররা। তাই দ্বীপ রাষ্ট্রটিতে কোয়ারেন্টিন করে দেশে ফিরবে তারা

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
হায়দ্রাবাদকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বেঙ্গালুরু
জয়ের খোঁজে টস জিতে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
চেন্নাইয়ের হয়ে খেলা এবং ধোনিকে নিয়ে যা বললেন মোস্তাফিজ
X
Fresh