Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৫ জুন ২০২১, ১১ আষাঢ় ১৪২৮

মেসিদের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া

messi suarez, RTV ONLINE
লিওনেল মেসি ও সুয়ারেজ || ছবি- সংগৃহীত

লা লিগায় আরও একবার পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করলো বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করছে রোনাল্ড কোম্যানের দল।

প্রায় সাত বছর বার্সার জার্সিতে মাঠ মাতানোর পর মৌসুমে শুরুতে দল ছাড়তে হয় লুইস সুয়ারেজকে। অ্যাতলেটিকোতে যোগ দেয়ার পর এবারই প্রথম নু ক্যাম্পে পা রেখেছিলেন কাতালানদের হয়ে ১৯৮ গোল করা এই উরুগুইয়ান ফরোয়ার্ড। বন্ধু লিওনেল মেসির সঙ্গে মাঠে আলিঙ্গন করতে দেখা যায় তাকে। যদিও দুজনই গোল ‍তুলতে হলেন ব্যর্থ।

শনিবার বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। পুরো ম্যাচে দুই দলই বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদে ব্যর্থ হয়।

৩৫ রাউন্ড শেষে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসছে বার্সেলোনা। আর এক ম্যাচ কম খেলা রিয়াল ৭৪ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

ওয়াই

RTV Drama
RTVPLUS