• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বায়ার্নের টানা নবম শিরোপা, রেকর্ডের পথে লেওয়ানডস্কি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২১, ০৯:১১
Bayern Munich Robert Lewandowski
ছবি- সংগৃহীত

শনিবার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আরবি লাইপজিগ ৩-২ গোলে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে যায়। এতে তিন ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগায় টানা নবম শিরোপা জিতে নেয় বায়ার্ন মিউনিখ। দিনের অপর ম্যাচে চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামে বায়ার্ন। রবার্ট লেওয়ানডস্কির হ্যাটট্রিকে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ৬-০ গোলের জয় তুলে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা।

আলিয়াঞ্জ অ্যারিনায় ২, ৩৫ ও ৬৫ মিনিটে গোল ‍তুলে নেন লেওয়ানডস্কি। চলতি মৌসুমে ৩৯টি গোল করেছেন পোলিশ ফরোয়ার্ড। হাতে আছে আরও দুটি ম্যাচ। সুযোগ রয়েছে জার্ড মুলারের রেকর্ড টপকে যাবার। জার্মান কিংবদন্তি ১৯৭১/৭২ মৌসুমে মিউনিখের দলটির জার্সিতেই ৪০ গোল করেছিলেন।

এদিন একটি করে গোল করেছেন থমাস মুলার, কিংসলে কোম্যান ও লেরয় সানে।

৩২ ম্যাচ শেষে একেবারে বাইরে ধরাছোঁয়ার বায়ার্ন। মোচ পয়েন্ট ৭৪। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের পয়েন্ট ৬২। অন্যদিকে সপ্তম স্থানে থাকা মনশেনগ্লাডবাখের পয়েন্ট ৪৬।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বায়ার্নকে টপকে ১২০ বছরের আক্ষেপ ঘুচালো লেভারকুসেন
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh