• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘বিশ্বকাপের আয়োজক ভারতই থাকবে’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২১, ১৫:৪২
ছবি- ক্রিকইনফো

আগামী অক্টোবর নভেম্বরে ভারতের ৯টি ভেন্যু কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা, আহমেদাবাদ এবং লখনৌতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ভারতের বর্তমান করোনা পরিস্থিতি ভাবাচ্ছে আইসিসিকে।

এমন অবস্থায় ভারত থেকে বিশ্বকাপ সরে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যদি করোনা পরিস্থিতির উন্নতি না হয় তবে আরব আমিরাত বা অন্যত্র সরিয়ে নেয়া হবে আসর।

শেষ পর্যন্ত যদি ভারতের মাটি থেকে বিশ্বকাপ সরেও যায় তবে আয়োজক হিসেবে সরবে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআই এর মহাব্যবস্থাপক ধিরাজ মালহোত্রা বিবিসি-কে দেয়া সাক্ষাতকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ যেখানেই আয়োজন করা হোক না কেন, আয়োজক বিসিসিআই থাকবে।

‘ভবিষ্যৎ সম্পর্কে আমরা কেউই অবগত নই। সামনে কী হবে সেটা এই মুহূর্তে বলা কঠিন। তবে প্রাথমিক পরিকল্পনায় আরব আমিরাতে হতে পারে বিশ্বকাপ। তবে আয়োজক থাকবে বিসিসিআই।’

ধিরাজ মালহোত্রা নিশ্চিত করেন, ভারতে বিশ্বকাপ আয়োজনের পুরোটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের রেকর্ড সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh