• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২১, ১৩:৪৬
ছবি- টুইটার

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারারে স্পোর্টস ক্লাবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান-জিম্বাবুয়ে। এই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।

এই টেস্টে স্বাগতিক দলে অভিষেক হয়েছে তিন জনের। তারা রিচার্ড এনগারাভা, মিল্টন শুমবা এবং রয় কাইয়া। পাকিস্তানের একাদশেও অভিষেক হয়েছে একজনের। পাকিস্তানের ২৪৪তম টেস্ট ক্যাপ উঠেছে সাজিদ খানের মাথায়।

জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসভ্যুরে, কেভিন কাসুজা, তারিসাই মুসাকান্দা, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), মিল্টন শুমবা, রয় কাইয়া, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, টেন্ডাই চিসোরো, ব্লেসিং মুজুরাবানি ও রিচার্ড এনগারাভা।

পাকিস্তান একাদশ: ইমরান বাট, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নোমান আলি, হাসান আলি, সাজিদ খান এবং শাহিন শাহ আফ্রিদি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh