• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

করোনায় উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আয়োজনে শঙ্কা 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২১, ১৪:৩৭
ছবি- আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড চালু করেছে নারী আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। টুর্নামেন্টটি শুরুর পর দারুণ ভাবে সফল হয় তিনটি আসর।

এবারও ধারাবাহিকতা বজায় রেখে শুরুর কথা ছিল উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের। তবে দেশটিতে করোনা মহামারীর প্রকোপ এতটাই বেড়েছে যে, আইপিএল নিয়েও হচ্ছে বেশ সমালোচনা।

এই সময়ে আইপিএল কেন এই প্রশ্নের সঙ্গে স্থগিত করার দাবিও উঠেছে বেশ জোরালো ভাবে। তবে শেষ পর্যন্ত আইপিএল স্থগিত হবে কী না সেটা সময়ই বলে দেবে।

তবে নারীদের আইপিএল যে পিছিয়ে যাচ্ছে সেটা অনুমেয়। কেন না, এরইমধ্যে অনেক দেশ বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ভারতের সঙ্গে। এমন কী স্থলপথও বন্ধ রেখেছে মহামারির এই সময়ে।

যদিও এই টুর্নামেন্ট পেছানো হবে কী না এই সিদ্ধান্ত নিয়ে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে প্রতিবার আইপিএলের প্লে-অফের সময় শুরু হয় নারীদের টুর্নামেন্ট।

তবে এবার ছেলেদের আইপিএলের ভেন্যু কমিয়ে আনা হয় ৬টিতে, সেখানে নারীদের টুর্নামেন্ট আয়োজনে শঙ্কা দেখা দিয়েছে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh