• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আইপিএলে দারুণ কীর্তি ডি ভিলিয়ার্সের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২১, ০৯:৫২
ছবি- আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরটা দুর্দান্ত কাটছে এবি ডি ভিলিয়ার্সের। সেই ধারাবাহিকতা ধরে দারুণ এক কীর্তি গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এই প্রোটিয়া ব্যাটসম্যান।।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দারুণ এক ইনিংসের খেলে বলের হিসাবে আইপিএলে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড গড়েছেন। মঙ্গলবার আহমেদাবাদে ৫টি ছক্কা ও ৩টি চারের সুবাধে ৪২ বলে খেলেন অপরাজিত ৭৫ রানের ইনিংস।

পাঁচ হাজার পূর্ণ করতে ভিলিয়ার্সের লাগত ২২ রান। এতে ৩ হাজার ২৮৮ বলে ৫ হাজার রানের (৫,০৫৩) রেকর্ড ভাঙলেন ভিলিয়ার্স। এর আগে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের রেকর্ডটি ছিল তিন হাজার ৫৪৪ বলে পাঁচ হাজার রান।

যদিও ইনিংসের হিসাবে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড এখনও ওয়ার্নারের। ভিলিয়ার্সের যেখানে পাঁচ হাজার রান করতে লেগেছে ১৬১ ইনিংস, সেখানে ওয়ার্নারের লেগেছিল ১৩৫ ইনিংস।

তবে আইপিএলে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন ডি ভিলিয়ার্স। এই তালিকায় ওয়ার্নার ও ভিলিয়ার্স ছাড়া বাকিরা বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না ও শিখর ধাওয়ান।

এদের সবাইকে আবার ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি। আইপিএলে কোহলির রয়েছে ৬ হাজার ৪১ রান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh