• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

অ্যাতেলেটিকোর হারে জমে উঠল লা লিগা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ এপ্রিল ২০২১, ০৯:২৬
atletico madrid vs athletic bilbao, rtv online
ছবি- সংগৃহীত

শেষ দিকে এসে যেনো জমে উঠেছে লা লিগার পয়েন্ট তালিকার লড়াই। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে টেবিল টপার অ্যাতলেটিকো মাদ্রিদ।

রোবববার রাতে মাদ্রিদের দলটির বিপক্ষে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বিলবাও।

আলেজান্দ্রো বারেঙ্গুয়েরের রেমিরোর গোলে স্বাগতিকরা লিড পায় ৮ মিনিটে। এতে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বিলবাও।

ম্যাচের ৭৭ মিনিটে দলকে সমতায় ফেরান স্টেফান সেভিচ। তবে শেষ মুহুর্তে গোল করে বিলবাওকে জয়ের আনন্দে মাতান ইনিগো মার্তিনেজ।

এদিকে দিনের অপর ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়ে শীর্ষে ওঠার স্বপ্ন দেখছে বার্সেলোনা। আঁতোয়া গ্রিজম্যানের জোড়া লক্ষ্যভেদে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।

এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো। সমান ম্যাচে ৭১ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। আর এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠার অপেক্ষায়।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বার্সেলোনায় থাকছেন জাভি!
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
X
Fresh