• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোজায় ফেসবুকে খাবারের ছবি প্রকাশ না করতে রুবেলের আহ্বান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ এপ্রিল ২০২১, ২১:০৯
RUBEL HOSSAIN SON AYAN HOSSAIN, RTV ONLINE
ছেলে আয়ান হোসেনের সঙ্গে রুবেল

করোনা মহামারী শুরু হলে রুবেল হোসেনকে দেখা যায় সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে। কয়েক দফায় দুস্থদের সহায়তায় এগিয়ে এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা রুবেল হোসেন। পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। নিম্ম আয়ের মানুষ পড়েছে বিপাকে। তবে অনেকেই সাহরি ও ইফতারের খাবারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুকে প্রকাশ করছে। তাদেরকে এসব ছবি না প্রকাশ করতে আহ্বান জানিয়েছেন ডান-হাতি এই পেসার।

নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে রুবেল লিখেছেন, ‘এই রমজানের সাহরি-ইফতারের খাবারের ছবি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিবেন না। মনে রাখবেন, আপনার বিলাসিতা অন্য কারো আফসোসের কারণ হতে পারে।’

গেল মার্সে নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মাঠে নেমেছিলেন রুবেল। ওয়েলিংটনে তুলেছিলেন তিন উইকেট।

ক্যারিয়ারে ২৭ টেস্ট খেলে ৩৬টি উইকেট তুলেছেন ৩১ বছর বয়সী এই তারকা। ১০৪ ওয়ানেডতে অংশ নিয়ে উইকেট শিকার করেছেন ১২৯টি। টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচে ২৮ উইকেট আদায় করেছেন তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh