• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রমজানের প্রথম দিনেই দুস্থদের পাশে বাংলাদেশ অধিনায়ক

আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২১, ১৬:৪৭
sabina khatun, bangladesh, rtv online
ছবি-সংগৃহীত

করোনা বিরোধী যুদ্ধে আগেও দেখা গেছে সাবিনা খাতুনকে। গেল বছর লকডাউনে দুস্থদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারকা ফরোয়ার্ড। প্রথম রমজানেই সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

সাবিনার সঙ্গে এবার যোগ দিয়েছেন লাল-সবুজের জার্সিতে খেলা মৌসুমি, স্বপ্না, প্রান্তি, নারগিসরাও। অন্যদিকে ফুটবল ভক্ত নাজমুল হোসেন অতুলও সম্পৃক্ত হয়েছেন তাদের সঙ্গে।

ক্যারিয়ারে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ঢাকা মোহামেডান, টিম বিজেএমসির জার্সিতে মাঠ মাতিয়েছেন সাবিনা।
বর্তমানে খেলছেন বসুন্ধরা কিংসের হয়ে। মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও ভারতীয় নারী লিগে সেথু এএফসির হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার।

ফেসবুকে বাংলাদেশ ফুটবলের নারী সর্বোচ্চ তারকা লিখেছেন, ‘করোনা মহামারীতে লকডাউন সঙ্গে রমজানের প্রথম দিন। তাই গতবারের মতো এবারো সাতক্ষীরার ১২০টি পরিবারের রমজানের শুকনো খাবার ইফতারি সরবরাহ করতেসি। আর এই কাজে সাথে পেয়েছি আমার প্রিয় কয়েকজনকে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh