• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি, আর্জেন্টিনার অবনতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২১, ২২:২০
fifa ranking bangladesh, rtv online
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া

আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) র‌্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ জাতীয় দল। অন্যদিকে অবনতি হয়েছে আর্জেন্টিনার।

বুধবার (৭ এপ্রিল) সব শেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটি এখন ১৮৪তম স্থানে। আগের র‌্যাংকিংয়ে ১৮৬তম স্থানে ছিল লাল-সবুজরা। জেমি ডে’র শিষ্যদের মোট পয়েন্ট ৯১৭.৩৮।

এদিকে ফুটবলের সর্বোচ্চ সংস্থার সেরাদের তালিকায় শীর্ষ ৬ দলের অবস্থান অপরিবর্তিত।

শীর্ষ স্থানে থাকা বেলজিয়ামের পয়েন্ট ১ হাজার ৭৮৩. .৩৮। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ১ হাজার ৭৫৭.৩। ১ হাজার ৭৪২.৬৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ইংল্যান্ড ৪, পর্তুগাল ৫ ও স্পেন রয়েছে ৬ নম্বরে। যথাক্রমে তাদের পয়েন্ট হচ্ছে ১ হাজার ৬৮৬.৭৮, ১ হাজার ৬৬৬.১২ ও ১ হাজার ৬৪৮.১৩।

চার ধাপ এগিয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলে উঠে এসেছে ইতালি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট সংখ্যা ১ হাজার ৬৪২.০৬।

একধাপ নিচে অষ্টম স্থানে নেমে যাওয়া লিওনেল মেসির আর্জেন্টিনার পয়েন্ট ১ হাজার ৬৪১.৯৫।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউরোর আগে নিষিদ্ধ হতে পারে স্পেনের ফুটবল!
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
শীর্ষে আর্জেন্টিনা, দুঃসংবাদ পেলো বাংলাদেশ
তুরস্কে খেলোয়াড় ও সমর্থকদের মারামারি, ফিফার কড়া হুঁশিয়ারি
X
Fresh