• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘কোচ পরিকল্পনা দিবে, খেলতে হবে খেলোয়াড়দের’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২১, ২০:৪৯
bangladesh vs sri lanka khaled mahmud sujon, rtv online
খালেদ মাহমুদ সুজন

নিউজিল্যান্ডে হতাশাজনক পারফরমেন্স করে এসেছে বাংলাদেশ দল। ব্যর্থতার পেছনে খেলোয়াড়দের দায় বেশি বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন।

মঙ্গলবার ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটি, গেম ডেভেলপমেন্ট, হাই পারফরম্যান্স ও নির্বাচকমণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের মুখোমুখি হন। নিউজিল্যান্ড সফরের পর কোচিং বিভাগে পরিবর্তন আসতে পারে এমন গুঞ্জন চলছিল।

বিসিবির এই কর্তা বলেন, ‘পারফরম্যান্স তো কোচের ওপর নির্ভর করে না। খেলবে খেলোয়াড়রা, কোচেরা নয়। কোচ তো হাজারটা পরিকল্পনা দিয়ে দিতে পারে। কিন্তু মাঠে যদি সেটার প্রতিফলন নাই দেখাতে পারলেন আপনি, তাহলে সে পরিকল্পনার লাভ কী?’

মাঠে ভালো করতে হলে অবশ্যই কোচ-খেলোয়াড়দের ঠিকঠাক সমন্বয় থাকতে হয় বলে মনে করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

‘এটা আসলে সম্পূরক একটা ব্যাপার। কোচ পরিকল্পনা দিতে পারে, ট্রেনিং দিতে পারে, কিন্তু খেলোয়াড়দের ভালো খেলতে হবে। আবার খেলোয়াড়রা ভালো খেলছে কিন্তু পরিকল্পনা ভালো হচ্ছে না তাহলে আবার হবে না।’

আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের টিম লিডারস হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে খালেদ মাহমুদ সুজনকে।

বিষয়টি জানিয়ে বিসিবি পরিচালক বলেন, ‘অনুভূতির তো কিছু নাই, দায়িত্ব আবার একটা। এর আগে জালাল ভাই গিয়েছিলেন (নিউজিল্যান্ড) বোর্ড হয়তোবা ঘুরে ফিরে সবাইকে দিচ্ছে। বোর্ডের আস্থার জায়গা আছে আমাদের ওপরে। সেটা জালাল ভাই যাক আর আমি যাই বা আকরাম ভাই যাক। অবশ্যই এক্সসাইটেড, আবারও বাংলাদেশ টিমের সাথে যাবো।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি গেল বছর সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। সফরে দুটি টেস্ট খেলার কথা রয়েছে টাইগারদের।

খালেদ মাহমুদ সুজন বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ সামনে। আর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে। যদিও আমরা টেস্টে পিছিয়ে আছি। সুতরাং যখনি টেস্ট ম্যাচ আসে মনে হয় কিভাবে আমরা ভালো করতে পারি, জিততে পারি।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh