• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিগারের শতকে বাংলাদেশ ইমার্জিং দলের বড় জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২১, ১৭:১৯
nigar-sultana joty /south-africa-emerging-players-women-in-bangladesh-2021, rtv online
ছবি: বিসিবি

অধিনায়কের নিগার সুলতানা জোত্যির অপরাজিত শতকে বড় জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ল লাল-সবুজরা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের দেয়া ১৯৭ রানের লক্ষ্য ২৭ বল বাকি থাকতেই টপকে যায় বাংলাদেশের নারী দল। এতে সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

এদিন টস জেতার পর নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে সফরকারীরা।

দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের হয়ে ওপেনার আন্দ্রি স্টেইন ৮০ রান করেন। আনেকা বসের ব্যাট থেকে আসে ৪২ রান। এছাড়া কেউই উল্লেখ যোগ্য রান করতে পারেননি।

বাংলাদেশের জার্সিতে নাহিদা আখতার ও ঋতু মনি তিনটি করে উইকেট তুলেন। একটি উইকেট শিকার করেন সালমা খাতুন।

জবাবে ব্যাট হাতে ৮ বলে ৭ রানে ফিরে যান শারমিন সুলতানা। ২৫ বলে ২১ রান করেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। অন্যদিকে ৩৭ বলে ১৫ রান করে বিদায় নেন ফারজানা হক।

তবে একপ্রান্ত আগলে রেখে নিয়মিত রান তুলতে থাকেন নিগার সুলতানা। পঞ্চম উইকেটে রুমানা আহমদের সঙ্গে ১১৫ রানের জুটি গড়েন বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক।

১৩৫ বলে অপরাজিত ছিলেন নিগার। ১১টি চারের মেরে ইনিংসটি সাজান তিনি। অন্যদিকে তার সঙ্গে ক্রিজে ছিলেন ৬৯ বলে ৪৫ রান করা রুমানা।

শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ৪৫.৩ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশের নারী দলটি। সেঞ্চুরি তুলে ম্যাচ সেরা হয়েছেন নিগার সুলতানা।

রোববার সিরিজের প্রথম ম্যাচে ৫৪ রানের জয় তুলেছিল স্বাগতিকরা। আগামী ৮ এপ্রিল তৃতীয় ম্যাচে নামবে দুই দল। ওই ম্যাচে জয় পেলেই ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ ইমার্জিং দল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh