logo
  • ঢাকা সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ৬ বৈশাখ ১৪২৮

আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন শাদাব

শাদাব খান

পাকিস্তান দলের অন্যতম সদস্য শাদাব খান। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে রয়েছেন আফ্রিকা সফরে। শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।

প্রথমটিতে পাকিস্তান জিতলেও দ্বিতীয়টিতে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এরপরই পাকিস্তান দলে দুঃসংবাদ, চোটে পড়ে দল থেকে ছিটকে গেলেন শাদাব খান। সংবাদ বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করার সময় বা পায়ের আঙুলে ব্যথা পান শাদাব খান। পরে এক্স-রে করানো হলে জানা যায় তার আঙুলে ছিঁড় ধরেছে। যদিও সেটি বড় কোনো চোট নয় তবে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

তাতে বলাই যায়, আফ্রিকা সফর শেষ এই লেগ স্পিনারের। দক্ষিণ আফ্রিকা সফরে খেলা দুটি ওয়ানডেতে একটি উইকেটও পানই শাদাব। ব্যাট হাতে প্রথম ম্যাচে ৩৩ রান আর দ্বিতীয় ম্যাচে করেন ১৩ রান।

এমআর/

RTV Drama
RTVPLUS