logo
  • ঢাকা শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ৩ বৈশাখ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২১, ১০:৫৬
আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১১:২৭

লং জাম্পে দ্রুততম মানবের স্বর্ণ জয়

bangladesh games 2020,  Bangladesh Olympic Association (BOA), Bangabandhu 9th Bangladesh Games 2020 live update, rtv online
মো. ইসমাইল

একদিন আগেই ১০০ মিটারে স্বর্ণ জিতে দেশের দ্রুততম মানব হয়েছেন মো. ইসমাইল। এবার লং জাম্পেও স্বর্ণ আদায় করে নিলেন নৌ-বাহিনীর এই অ্যাথলেট।

রোববার বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে ৭.৫১ মিটার লাফিয়ে এই স্বর্ণ জয় করলেন। আগের বাংলাদেশ গেমসে যেখানে তিনি লাফান ৭.৩৮ মিটার। এ নিয়ে নবমবারের মতো জাম্পে সেরা হওয়া তার।

স্বর্ণপদক পুনরুদ্ধারের পর ইসমাইল বললেন, ‘আমার আগের গেমসে লংজাম্পে প্রথম হতে না পারার কষ্টটাই এত দিন তাড়িয়ে বেড়াচ্ছিল। এবার তা পূরণ হলো। এখন আমার লক্ষ্য এসএ গেমসেও এই ইভেন্টে পদক জয়।’

শনিবার বাংলাদেশ গেমসে ১০০ মিটারে স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন ইসমাইল। ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবের খেতাব জিতেন তিনি।

ওয়াই

RTV Drama
RTVPLUS