স্পোর্টশ ডেস্ক, আরটিভি নিউজ
দেশে ফিরেই স্ত্রীসহ মোস্তাফিজ গেলেন ভারত

নিউজিল্যান্ডে দুঃসহ সফর শেষে রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বাংলাদেশ দল। দেড় মাসের এই লম্বা সফর শেষে সবাই যখন স্বজনদের কাছে ফিরেছেন তখন ব্যতিক্রম পেসার মোস্তাফিজুর রহমান।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন বলে দেশে ফিরে আর স্বজনদের কাছে ফিরতে হয়নি তাকে। বিমান বন্দরে অপেক্ষারত স্ত্রী সামিয়া পারভীন শিমুকে নিয়ে ধরেন ভারতের বিমান।
জানা গেছে, আইপিএল চলাকালীন পুরোটা সময় মোস্তাফিজের সঙ্গে থাকবেন স্ত্রী সামিয়া।
এদিকে দলের সঙ্গে ঢাকা ফেরেননি হেড কোচ রাসেল ডমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক এবং এনালিস্ট শ্রীনিবাস। দুই কোচ এক সপ্তাহের ছুটি কাটাবেন আর শ্রীনি যোগ দেবেন সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে।
এমআর/