logo
  • ঢাকা সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ৬ বৈশাখ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২১, ১৩:২৪
আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৩:৩০

সাঁতারে জুয়েলের রেকর্ড

SWIMMING JUWEL AHMED, RTV ONLINE
জুয়েল আহমেদ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস সাঁতারের অনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। করোনা পরিস্থিতির কারনে উদ্বোধনী অনুষ্ঠান ছিল অনাড়ম্বর।

শনিবার (৩ এপ্রিল) বেলা ১১টায় মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে সাঁতারের উদ্বোধনী ঘোষণা দেন বিওএ মহাসচিব।

গেমস সাঁতারে নিজের প্রথম ইভেন্টেই রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২০১৯ সালে নিজের গড়া ২ মিনিট ১৬.১৩ সেকেন্ডের রেকর্ড ভেঙ্গেছেন অন্যতম দেশসেরা এ সাঁতারু। এ জন্য তার সময় লেগেছে ২ মিনিট ১৬.১২ সেকেন্ড।

রেকর্ডের পর জুয়েল আহমেদ বলেছেন, ‘আমার কাছে রেকর্ডের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল সোনার পদক। শুরুটা ভাল হয়েছে। আশাকরছি, বাকি ইভেন্টগুলোতে ভাল করবো।’

কুষ্টিয়া থেকে উঠে আসা এ সাঁতারু আরো বলেন, ‘বঙ্গবন্ধুর নামে আয়োজিত হচ্ছে এ গেমস। বিশেষ এ আয়োজনে নিজের প্রথম ইভেন্টে রেকর্ড গড়তে পারাটা ছিল তৃপ্তির।’

রেকর্ড গড়ার পরও নিজের টাইমিংয়ে অবশ্য পরোপুরি সন্তুষ্ট নন জুয়েল আহমেদ, ‘করোনা পরিস্থিতির কারনে প্রস্তুতি বিঘ্নিত হয়েছে। নইলে টাইমিংটা আরোও ভাল হতে পারতো।’ যোগ করেন, ‘বিরূপ পরিস্থিতিতেও আমার সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সহায়তা করেছে। এ জন্য আমি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এদিকে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। তকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) জানিয়েছে, সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস চলতে থাকবে।

ওয়াই

RTV Drama
RTVPLUS