• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পোর্তোকে হারিয়েও জুভেন্টাসের বিদায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মার্চ ২০২১, ০৯:২০
Juventus bid farewell to Porto
পোর্তোকে হারিয়েও জুভেন্টাসের বিদায়

রেফারির শেষ বাঁশিতে ১২০ মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হয়। মঙ্গলবার রাতে ঘরের মাঠে জুভেন্টাস জিতে ৩-২ গোলে। দুই লেগের খেলা মিলিয়ে ৪-৪ হলেও অ্যাওয়ে গোলে এগিয়ে থাকে পোর্তো। তাতেই বিপর্যস্ত হয় জুভেন্টাস। টানা দুই আসরে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বাদ পড়েন ক্রিস্টিয়ানো রোনালদোরা। এর আগে পোর্তোর মাঠে হারতে হয়েছে ২-১ গোলে।

চেনা পরিবেশ। তবুও কেন যেন অচেনাভাবে নিজেদের মাঠে আন্দ্রে পিরলোকের দল খেলছে। সার্জিও অলিভিয়েরা ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে পোর্তোকে এগিয়ে দেন তিনি। ডি-বক্সে তারেমিকে পেছন থেকে ফাউল করলে পেনাল্টিটি পায় পোর্তো। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস। ২৭তম মিনিটে আবারও হতাশ করেন ২৮ বছর বয়সী আলব্রোরো মোরাতা। ডান দিক থেকে আসা ক্রসে বল বুক দিয়ে নামিয়ে গোলরক্ষক বরাবর শট নেন তিনি। অবশ্য সঠিক সময়ে এগিয়ে পথ আগলে দাঁড়ানোয় মারচেসিনের কৃতিত্ব কোনো অংশে কম নয়।

তিন মিনিটে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পোর্তোর মেহেদী তারেমি। ৫৪তম মিনিটে একজনকে ফাউল করে প্রথম হলুদ কার্ড পান তিনি। এর দুই মিনিট পর মাঝমাঠে জুভেন্টাসের দেমিরালকে ফাউল করেন তারেমি। রেফারির বাঁশি শুনেও বলে কিক করে বহিষ্কার হন তারেমি। পোর্তো তখনই ম্যাচে ১০ জন নিয়ে খেলছে।

বিরতির পর মাঠে নেমে দুই দলই কেউ কাউকে ছাড় দেয়নি। জুভেন্টাসের ২৩ বছর বয়সী ফ্রেডরিক চিয়েসা ৪৯ এবং ৬৩ মিনিটে জোড়া গোল দিয়ে ম্যাচের ধারাবাহিকতায় পরিবর্তন হয়ে যায়। ডান দিক থেকে কুয়াদরাদোর দারুণ ক্রস ছয় গজ বক্সে পেয়ে হেডে দুই লেগ মিলে স্কোরলাইন ৩-৩ করেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।

প্রথম ১৫ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ ১৫ মিনিটে আরও দুটি গোল হয়। ম্যাচের ঠিক ১১৫ মিনিটের সময় সার্জিও অলিভিয়েরা দারুণ গোলে ম্যাচটি ড্র করে আবারও এগিয়ে দেন পোর্তোকে। এর দুই মিনিট পরেই এবার জুভেন্টাসের হয়ে গোল করেন অ্যাডরিয়েন র্যা বিওট। জুভেন্টাস ম্যাচটি জেতে ৩-২ গোলে। দুই লেগের খেলায় ৪-৪ গোলে ড্র হলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনালে যায় পোর্তো।

শেষ পর্যন্ত ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো তুরিনের দলটিকে।

জুভেন্টাসের খেলোয়াড়রা মাটিতে বসে পড়েন। ঐদিকে উল্লাসে মেতে উঠেছে পোর্তো শিবির। উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) শেষ ষোলোর খেলায় দ্বিতীয় লেগে হেরেও অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পোর্তো।
এমআই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
পা হারিয়েও থেমে নেই আসিফ
পয়েন্ট হারিয়েও টেবিলের শীর্ষে পিএসজি
X
Fresh