• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফিঞ্চ ঝড়ে সিরিজ সমতায় আনল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২১, ১৫:৫৩
ছবি- ক্রিকইনফো

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে হেরে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া জয় পেয়েছে টানা দুই ম্যাচ। তৃতীয় ম্যাচে ৬৪ রানে জয়ের পর চতুর্থ ম্যাচ জিতেছে ৫০ রানে। তাই সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ দাঁড়িয়েছে অলিখিত ফাইনালে।

ওয়েলিংটনে শুক্রবার সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাট করতে নেমে ওপেনার ম্যাথ্যু ওয়েড ১০ বল খেলে সাজঘরে ফেরেন মিচেল স্যান্টনারের বলে ১৪ রান করে ক্যাচ দিয়ে।

এরপর অ্যারন ফিঞ্চের চার-ছয়ের ঝড়ে এলোমেলো হয়ে যায় কিউই বোলাররা। একপাশ আগলে রেখে ফিঞ্চ ঝোড়ো ব্যাটিং করলেও আরেক পাশে উইকেট পড়ছিল নিয়মিত বিরতিতে।

ফিঞ্চ শেষ পর্যন্ত ৫৫ বলে ৭৯ রানে (৫ চার, ৪ ছয়) অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ততোক্ষণে কুড়ি ওভারে ৬ উইকেটে ১৫৬ রান তোল অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ইশ শোধি, ২ উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং ১টি উইকেট নেন মিচেল স্যান্টনার।

জবাবে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপের মুখে দাড়াতেই পারেনি কিউই ব্যাটাররা। শুরু থেকে শেষ পর্যন্ত বড় স্কোর করতেই পারেনি কেউ।

সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন টিম সেইফার্ত। এছাড়া ১৭ রান করেন ডেভন কনওয়ে। তাতে ১৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে তুলে মাত্র ১০৬ রান।

কেই রিচার্ডসন নেন ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন অ্যাষ্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh