• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ডে ভূমিকম্প, ক্রিকেটারদের কোনো ক্ষতি হয়নি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক

  ০৫ মার্চ ২০২১, ১০:৩৪

নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঠিক সেই সময়ে দেশটিতে পর পর তিনবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। আর এই ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, ক্রিকেটাররা সবাই সুস্থ আছে। লজিস্টিকস ম্যানেজার সাব্বির খানের সঙ্গে কথা বলেছি। কারো কোনো সমস্যা হয়নি বলে জানায়। গভীর রাতে ভূমিকম্প হয়েছে। দলের সবাই তখন ঘুমিয়ে ছিল। কেউই আসলে টের পায়নি।

আরও পড়ুনঃ এবার হাইকোর্টে রিট করলেন ক্রিকেটার নাসিরের স্ত্রীর আগের স্বামী

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেরমাডেক আইল্যান্ডে সবশেষ ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। একই এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাতের পরপরই ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর আগে দিনের শুরুতে নর্থ আইল্যান্ডের প্রায় ৯০০ কিলোমিটার দূরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

তবে এই ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (৫ মার্চ) ৮ ঘণ্টার কম সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানে তিনটি ভূমিকম্প।

এম

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh