logo
  • ঢাকা মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ৩০ চৈত্র ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৩
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:২০

বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হবে ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’

ছবি- বিসিবি

নিরাপদ সড়কের দাবিতে আবারও এক হচ্ছেন শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা থেকে শুরু করে লিজেন্ড ক্রিকেটাররা। ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’ নামে টি-টোয়েন্টি কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ মার্চ।

গত বছর মার্চে টুর্নামেন্টটির প্রথম আসর অনুষ্ঠিত হয়ে কয়েকটি ম্যাচও মাঠে গড়ায়। তবে করোনা মহামারির জন্য ১১ মার্চ স্থগিত করা হয় আসরটি। গতবার ৫ দল নিয়ে শুরু হলেও সেখানে ছিল না বাংলাদেশের দল।

এবার বাংলাদেশকে নিয়েই শুরু হতে যাচ্ছে আসর। প্রথম ম্যাচেই বাংলাদেশ লিজেন্ডসদের বিপক্ষে লড়বে স্বাগতিক ভারত।

টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য ১৪ সদস্যের সম্ভাব্য একটা দলও গঠন করা হয়েছে। যে দলে সাবেক ১৩ ক্রিকেটারের সঙ্গে রয়েছেন হকির একজন সাবেক খেলয়াড়ও।

সম্ভাব্য দলে মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, রাজিন সালেহ, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, মুশফিকুর রহমান বাবু, মোহাম্মদ শরিফ এই এগারো জনের নাম আছে বলে জানা গেলেও বাকি সদস্যদের নাম জানা যাবে শীগ্রই।

বাংলাদেশ লিজেন্ড’স ছাড়াও বাকি দলগুলো ইন্ডিয়া লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস, ইংল্যান্ড লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস।

এমআর/

RTV Drama
RTVPLUS