• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বার্সার জয়ের রাতে শীর্ষে মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৯
barcelona messi
ছবি- সংগৃহীত

জয়ের নায়ক লিওনেল মেসি। স্প্যানিশ লা লিগায় এলচের বিরুদ্ধে ৩-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার ন্যু ক্যাম্পে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। অপর গোলটি এসেছে স্প্যানিশ ডিফেন্ডার জরদি আলবার পা থেকে।

ঘরের মাঠে প্রথমার্ধে কোনও গোল তুলতে পারেনি কাতালানরা। বিরতি থেকে ফিরেই এগিয়ে যায় স্বাগতিকরা। ৪৮ মিনিটে মার্টিন ব্র্যার্থওয়েটের ব্যাক পাস থেকে বল পেয়ে গোল তুলে নেন মেসি।

২০ মিনিট পর নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল আদায় করেন বার্সা অধিনায়ক। ফ্র্যাংকি ডি ইংয়ের পাস থেকে এলচের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়ান তিনি। এতে লুইস সুয়ারেজকে টপকে চলতি মৌসুমে লা লিগার সেরা গোলদাতা হয়ে গেলেন মেসি।

মেসির সাবেক সতীর্থ সুয়ারেজ এবারের লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে ২০ ম্যাচে ১৬ গোল করেছেন। অন্যদিকে ২২ ম্যাচে মেসির গোল সংখ্যা ১৮। এদিকে ৭৩তম মিনিটে ব্র্যার্থওয়েট থেকে বল পেয়ে গোল তুলে নেন আলবা। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রোনাল্দ কোম্যানের শিষ্যরা।

২৪ ম্যাচ খেলে ৫০ পয়েন্ট তুলে তৃতীয় স্থানে বার্সা। সমান ম্যাচে ৫২ পয়েন্টে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্টে সবার উপরে অবস্থান অ্যাতলেটিকোর।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
বার্সেলোনায় থাকছেন জাভি!
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
X
Fresh