• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কার কাছে হেরে সেমি থেকে বিদায় যুবাদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০১৭, ১৭:৫১

ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৮ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো স্বাগতিক বাংলাদেশ।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে লঙ্কানদের মাত্র ১৮০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

সহজ লক্ষ্যে পৌঁছানোর লড়াইয়ে শুরুতে একটু চাপে পড়ে শ্রীলঙ্কা। ১৫ রানেই রন চন্দ্রগুপ্ত ও শিহান জয়াসুরিয়াকে হারায় তারা। তবে সাদিরা সামারাবিক্রমা-চরিথ আশালঙ্কা জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। সাদিরা ৮৮ এবং আশালঙ্কা হার না মানা ৮৩ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার উইকেট দু’টি নেন সাইফ উদ্দিন ও নাঈম হাসান।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৭৯ রানেই গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন সাইফ উদ্দিন। এছাড়া নাসির ৩৮ ও সাইফ হাসান ৩২ রান করেন।

শ্রীলঙ্কার পক্ষে ফার্নান্দো ৪টি উইকেট নেন।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh