• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০১৭, ১৫:৪৯

তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার দেয়া ২৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। একে একে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল, ওয়ানডাউনে নামা সাব্বির আহমেদ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫ রান।

এর আগে সিরিজে সমতায় ফিরতে মরিয়া ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন কুশল মেন্ডিস। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান আসে থিসেরা পেরেরার ব্যাট থেকে। উপুল থারাঙ্গা করেন গুরুত্বপূর্ণ ৩৫ রান। এছাড়া অসেলা গুনারত্নে ও ধানুষ্কা গুনাথিলাকার ব্যাট থেকে আসে মূল্যবান ৩৪ রান করে।

বাংলাদেশের হয়ে মাশরাফি ৩টি, মুস্তাফিজ ২টি এবং মিরাজ ও তাসকিন নেন ১টি করে উইকেট।

শনিবার সকালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh