• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হান্ড্রেড বল ক্রিকেটের নিলামে দুই বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:১২
ছবি- সংগৃহীত

ক্রিকেটের নতুন সংস্করণ 'দ্য হান্ড্রেড' ক্রিকেট এক বছরের জন্য স্থগিত হয়ে আছে করোনা মহামারির জন্য। গত আসর না হলেও এবার নতুন করে খেলোয়াড় নিলাম হতে যাচ্ছে। এই নিলামে রয়েছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

ইংল্যান্ডের এই ঘরোয়া টুর্নামেন্টে একশ বলের ক্রিকেটের ড্রাফটে গতবারও ছিলেন তামিম, সাকিব। গতবারও ১ লাখ পাউন্ড ভিত্তি মূল্যের ক্যাটাগরিতে ছিলেন এই দুইজন। একই ভিত্তি মূল্যের তালিকায় আছেন বাবর আজম, কুইন্টন ডি কক, লকি ফার্গুসন, জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, কাগিসো রাবাদা ও ডেভিড ওয়ার্নারদের মতো তারকা ক্রিকেটাররা।

এবার বিদেশি কোটার জন্য নাম দিয়েছেন ২৫২ জন ক্রিকেটার। নিলাম থেকে মোট ৩৫ জন খেলোয়াড়ের দল নিশ্চিত হবে। এর মধ্যে স্থানীয় ক্রিকেটার ২৮ জন এবং বিদেশি খেলোয়াড় ৭ জন। আগামী ২২ ফেব্রুয়ারি, সোমবার অন-লাইনে অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম।

২০১৯ সালের অক্টোবরে ড্রাফট হলে করোনা মহামারির কারনে এক বছরের বেশি সময় স্থগিত হয়ে থাকলেও বহুল আলোচিত এই ফরম্যাটের আসর শুরু হতে যাচ্ছে চলতি বছরের জুলাইয়ে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh