• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাঘ-সিংহের লড়াই শনিবার সকালেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মার্চ ২০১৭, ১৯:৪৬

সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে, সিরিজে সমতায় ফিরতে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার।

শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে (এসএসসি) বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের সিরিজ হারের কোনো শঙ্কা নেই। সেইফ জোনে পা রেখে বরং সুযোগ রয়েছে সিরিজ জিতে বিজয় উল্লাসের। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে জয় আর বৃষ্টিতে পরের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টাইগারদের স্বপ্ন পূরণের লক্ষ্য এখন তৃতীয় ম্যাচ।

বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরুসিংহের দলের সাম্প্রতিক পারফরম্যান্স, মাঠে শরীরী ভাষা আর লড়াকু মানসিকতা বলছে, লঙ্কা জয়ের ইতিহাস গড়াটা খুব একটা কঠিন না। তবে ক্ষুধার্ত সিংহের সামনে থেকে খাবার কেড়ে খাওয়াটা সহজও না।

গেলো ৩১ বছরে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা একটি ম্যাচও জেতেনি এমন হয়েছে মাত্র দু’বার। তাই বাংলাদেশের বিপক্ষেও সিরিজের শেষ ম্যাচে জিততে মরিয়া হয়ে মাঠে নামবে লঙ্কানরা।

সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে এর আগে বাংলাদেশ একাধিক ম্যাচ খেললেও বর্তমান দলের কারো অভিজ্ঞতা নেই সেই মাঠে খেলার। আর পুরোনো পরিসংখ্যান বলছে, বেশি রানের জন্যও বিখ্যাত এটি।

তবে সবকিছু পেছনে ফেলে নিজেদের হার না মানা মানসিকতার প্রতিফলন ঘটাবে লাল-সবুজের প্রতিনিধিরা-এমনটাই প্রত্যাশা ভক্তদের।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh