• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৭
দুই উইকেটে হারিয়ে চাপে বাংলাদেশ 
ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হয়।

দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ৮৬ বলে মাত্র ২ বাউন্ডারিতে ১৫ রান করে রাহকিম কর্নওয়ালের শিকার হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান মিঠুন। পরে মুশফিকের সঙ্গ দিতে মাঠে নামে লিটন। তবে কিছুক্ষণ পরেই সাজঘরে ফিরেন মুশফিক। এর আগে মুশফিক তুলে নেন ক্যারিয়ারের ২২তম ফিফটি । কর্নওয়ালের বলেই ৫৪ রানে আউট হয়ে ফিরেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- প্রথম ইনিংস: ৫০ ওভারে ১৫৮/৬ (লিটন ১১*, মিরাজ ১*)

আগে ব্যাট করে প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ গড়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল শুক্রবার দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ।

গতকাল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৬ ওভার ব্যাট করে চার উইকেটে ১০৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। ৩০৪ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিন শুরু করেছে মুমিনুলবাহিনী।

এর আগে প্রথম ইনিংসে ৪০৯ রানের বিশাল সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
X
Fresh