• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মিরাজ-মুস্তাফিজে নাকাল উইন্ডিজ টপ-অর্ডার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২১, ১৭:০৩
ছবি- বিসিবি

গত দুই ম্যাচে আগে ব্যাট করে দেড়শর গণ্ডি পার করতে না পারা ওয়েস্ট ইন্ডিজ আজ টস জিতে সিদ্ধান্ত নেয় আগে ফিল্ডিং করার। তাতে বাংলাদেশের ব্যাটাররা নিজেদের যাচাইয়ের সুযোগ পায়।

চার অভিজ্ঞ ব্যাটসম্যানের ফিফটিতে ২৯৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে উইন্ডিজদের। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে সফরকারীরা।

ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে মুস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার কিওর্ন ওটলে (১)।

এরপর সুনীল অ্যামব্রিস আর এনক্রুমাহ বোনারের দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে ২৩ রান। এখানেও বিপত্তি মুস্তাফিজের। তার বল বুঝেই উঠতে পারেননি ওপেনার সুনীল অ্যামব্রিস। ১৪ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন এলবিডব্লু হয়ে।

বোনার আর জেসন মোহাম্মদের তৃতীয় উইকেট জুটিটা ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ১২.১ ওভারের মাথায় মিরাজের বলে এলবিডব্লু হয়ে ২৩ বলে ১১ রান করে ফেরেন সাজঘরে।

তিন ওয়ানডের প্রথম ম্যাচে ১২২, দ্বিতীয় ম্যাচে ১৪৮ রানে অল-আউট হয়ে যাওয়া উইন্ডিজরা আজ শেষ ম্যাচে কত রান করে সেটাই দেখার বিষয়।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh