• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

লেজের ব্যাটিংয়ে খানিক স্বস্তি উইন্ডিজদের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২১, ১৪:৪৪
ছবি- ক্রিকইনফো

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। গত ম্যাচে ১২২ রান করে তারা। এর আগে ২০১১ সালে চট্টগ্রামে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় দলটা। সে বার পূর্ণ শক্তির দল খেললেও এবার প্রায় দ্বিতীয় সারির দল নিয়েই খেলতে এসেছে তারা।

শুক্রবার দিবারাত্রির ম্যাচে সকালে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিং করার আমন্ত্রণ জানায় ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। ব্যাট করতে নেমে সাকিব-মিরাজদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে ক্যারিবীয় ব্যাটাররা।

ইনিংসের ৪.৫ ওভারের মাথায় ক্যারিবীয় শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় উইন্ডিজ।

মেহেদী হাসান মিরাজের বলে আরেক অভিষিক্ত ওপেনার কিওর্ন ওটলে ২৪ (৪৪) রানে ফেরেন সাজঘরে। উইকেট রক্ষক-ব্যাটসম্যান জশুয়া দা সিলভাও শিকার মিরাজের। ২২ বলে ৫ রান করে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।

একশ রানের নিচে অল-আউটের সম্ভাবনা থাকলেও লেজের দুই ব্যাটসম্যান আলজারি জোসেফ আর পাওয়েলের ৪৭ বলে ৩২ রানের জুটি টেনে নেয় ১২০ রান পর্যন্ত। জোসেফের ব্যাটে আসে ২১ বলে ১৭ রান।

শেষ পর্যন্ত ৮ নম্বরে ব্যাত করতে নামা পাওয়েলের ৪১ রানে ভর করে সব উইকেট হারিয়ে ৪৩ ওভার ৪ বলে ১৪৮ রান তুলেছে ক্যারিবীয়রা।

মিরাজ ৯.৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৪ উইকেট। সাকিব ১০ ওভারে ৩০ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া মুস্তাফিজ নেন ২টি ও ১ টি উইকেট নেন হাসান মাহমুদ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh