logo
  • ঢাকা শনিবার, ০৬ মার্চ ২০২১, ২১ ফাল্গুন ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২১, ১৭:২৯
আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৯:১৪

দশ মাস অপেক্ষায় থাকা সেই ভক্তকে ফোন করলেন রুট

গল পোর্টের উপর রব লুইস

গত বছর শ্রীলঙ্কা সফরে আসে ইংল্যান্ড। যদিও করোনা মহামারির কারণে টেস্ট সিরিজ শুরু হবার আগেই না খেলে দেশের বিমান ধরতে হয় জো রুটদের।

সেই সিরিজ দেখতে ইংল্যান্ড থেকে এসেছিলেন বার্মি আর্মির সদস্য রব লুইস। এসেছিলেন ঠিকই কিন্তু ফিরতে পারেননি ফ্লাইট জটিলতায়। দীর্ঘ ১০ মাস ধরে শ্রীলঙ্কায় থেকেছেন, অপেক্ষা করেছেন দেশে ফেরার। তবে স্থগিত হওয়া সিরিজ আবারও আলোর মুখ দেখায় রব লুইস আর যাননি দেশে। অপেক্ষা করেছেন খেলা শুরুর।

খেলা শুরুর পর রব লুইস মাঠে ফেরেন খেলা দেখতে তবে ১০ মাসের অপেক্ষা ১০ মিনিটেই শেষ হয়ে যায় করোনার কারণে মাঠ থেকে বের করে দেয়ায়। শেষ পর্যন্ত গল পোর্টে দাঁড়িয়ে খেলা দেখেন রব লুইস। সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গল টেস্ট জিতে নিয়েছে ইংল্যান্ড। জেতার পর রবের কথা মাথায় আসতেই তাকে ফোন করেন অধিনায়ক জো রুট।

ইংলিশ অধিনায়ক লুইসকে ধন্যবাদ জানান দীর্ঘ অপেক্ষার জন্য। বলেন, ‘তোমাকে গল পোর্টের উপর দেখে বেশ দারুণ লেগেছে। দীর্ঘ ১ক বছরের মতো তুমি অপেক্ষা করেছ। তোমার এই অপেক্ষাকে আমরা সম্মান জানাই। তোমাকে ধন্যবাদ এই সমর্থনের জন্য।’

এমআর/

RTV Drama
RTVPLUS