logo
  • ঢাকা শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, ৮ মাঘ ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২১, ১৪:৫৪
আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৫:৩১

কলকাতা মোহামেডানের হয়ে জামালের অভিষেক (লাইভ)

jamal bhuiyan kolkata mohammedan i league, live rtv online
ছবি- সংগৃহীত
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে কাতারে গিয়েছিল বাংলাদেশ। জাতীয় দল ঢাকা ফিরে এলেও করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কারণে দোহায় রয়ে যান জামাল ভূঁইয়া। করোনা নেগেটিভ হওয়ার পর দেশে ফিরেই ভারত চলে যান তারকা মিডফিল্ডার। লক্ষ্য কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে অংশ নেয়া। তবে শঙ্কা ছিল প্রথম ম্যাচ না খেলা নিয়ে। যদিও শেষ পর্যন্ত মাঠে নামলেন বাংলাদেশ অধিনায়ক।

শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আইলিগের উদ্বোধনী ম্যাচে সুদেভা এফসি বিপক্ষে প্রথম একাদশেই রয়েছে জামালের নাম।

প্রাথমিকভাবে বলা হয়েছিল আইসোলেশনের কারণে হয়তো নাও দেখা যেতে পারে প্রথম একাদশে। শেষ পর্যন্ত ব্ল্যাক প্যান্থারদের সঙ্গে শুরু থেকেই নেমেছেন তিনি।

কলকাতা মোহামেডানের অভিষেকের দিন জামাল নিজের ছয় নম্বর জার্সিতেই খেলেছেন। 

আগের দিন হোসে হেভিয়ার সঙ্গে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারক জানিয়েছিলেন ভারতীয় লিগে খেলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে ওয়ান স্পোর্টস।

মোহামেডান একাদশ

কিংসলে অবুমনেমে এজে (অধিনায়ক), রফিক আলী সরদার (গোলরক্ষক), আশির আখতার,  জামাল ভূঁইয়া, ফায়সাল আলী, অরজিৎ বাগুই, শিল্টন ডিসিলভা, রাফায়েল অনোরেবে, নিখিল কদম, হিরা মন্ডল ও সুরজ রাওয়াট। 

ওয়াই

RTV Drama
RTVPLUS