logo
  • ঢাকা সোমবার, ০১ মার্চ ২০২১, ১৬ ফাল্গুন ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২১, ২২:৫২
আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০৮:০৯

গরুর মাংস খেয়ে বিপদে রোহিতরা

কুইন্সল্যান্ড সরকারের কোয়ারেন্টিন নিয়ম নীতি সামলানোর আগে ভারতীয়দের বিতর্ক সামলে সিডনি টেস্টে নামতে হচ্ছে রোহিত শর্মা, আজিঙ্কা রাহানেদের।

করোনার এই সময়ে ক্রিকেট ফিরেছে অনেক নতুন নিয়ম নিয়ে। যার মধ্যে অন্যতম জৈব সুরক্ষা বলয়। সিরিজ বা টুর্নামেন্ট চলাকালীন সময়ে সুরক্ষা বলয়ের বাইরে গেলেই বিপদ।

এই বাঁধা ডিঙ্গিয়ে অস্ট্রেলিয়া সফররত ভারতীয় ক্রিকেটারদের ৫ সদস্য রোহিত, ঋষভ পন্থ, শুবমন গিল, পৃথ্বী শ ও নবদ্বীপ সাইনি গিয়েছিলেন বাইরে খেতে।

এর জন্য কড়া কথা শুনতে হয়েছে টিম ম্যানেজমেন্ট থেকে। এখানেই শেষ হতে পারত কিন্তু ঝামেলা বাঁধিয়েছে রেস্টুরেন্টের বিলের কাগজ।

ওই সময় নভলদিপ সিং নামের এক ভক্ত ক্রিকেটারদের খাবার বিল পরিশোধ করেন এবং একটি ভিডিও ও বিলের কাগজ শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আর এতেই বাঁধে বিপত্তি। বিলের ছবি দেখেই রেগে আগুন ভারতীয়রা। কারণ ওই বিলের মেন্যুতে ছিল গোমাংসও! সনাতন ধর্মালম্বীদের জন্য যা নিষিদ্ধ।

মুহুর্তেই ভাইরাল হয়ে যায় ওই বিলের কাগজ। যেখানে রীতিমতো তুলো ধুনো করা হয়েছে ক্রিকেটারদের।

রোহিতদের খাবারের বিল দেয়া নভলদিপও হয়ে উঠেছেন ভিলেন। অনেকের মতে নভলদিপের কারণেই গোমাংস খেয়েছেন রোহিতরা। এরিমধ্যে খুনের হুমকিও দেওয়া হয়েছে তাকে।

এমআর/

RTV Drama
RTVPLUS