• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

রাজশাহীকে হারিয়ে টানা দ্বিতীয় জয় ঢাকার

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২০, ২০:৪১
Dhaka beat Rajshahi for the second time in a row
ছবি- বিসিবি

আসরে টানা তিন ম্যাচে হেরেছে বেক্সিমকো ঢাকা। মুশফিকুর রহিমের নেতৃত্বে দিশা খুঁজে পাচ্ছিল না দলটা। অবশেষে জিতল এবং টানা দুই ম্যাচই। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে হারিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে।

সন্ধ্যায় টস জিতে ঢাকাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে ঢাকার দুই ওপেনার নাঈম হাসান আর নাঈম শেখ বিদায় নেন দলীয় ৪২ রানের ভেতর। নাঈম হাসান ১ রান আর নাঈম শেখ করেন ৯ রান। এরপর মুশফিকুর রহিমের ব্যাটে আসে ৩৭ রান। তবে ইয়াসির আলীর ৩৯ বলে ৬৭ আর আকবর আলীর অপরাজিত ৪৫ (২৩) বলে ভর করে ৫ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ পেয়ে যায় ঢাকা।

রাজশাহীর হয়ে দুটি উইকেট নেন মুকিদুল ইসলাম ও একটি করে উইকেট নেন মেহেদী হাসান, আরাফাত সানী ও ফরহাদ রেজা।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ৫ আর আনিসুল ইসলাম বিদায় নেন ৬ রান করে। দুই নম্বরে ব্যাট করতে নেমে ৪০ (২৪) রানের ইনিংস খেলেন রনি তালুকদার।

এরপর ফজলে রাব্বীর ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল রাজশাহী তবে মুক্তার আলীর বলে ক্যাচ দিয়ে ৪০ বলে ৫৮ রানের ইনিংস খেলে বিদায় নেন।

এরপর আর কেউই হাল ধরতে পারেননি দলের। ১৯ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে ১৫০ রান তুলে ২৫ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী।

ঢাকার হয়ে ৪ উইকেট নেন মুক্তার আলী, ৩ উইকেট নেন শফিকুল ইসলাম, ২ উইকেট নেন রুবেল হোসেন ও ১টি উইকেট নেন রবিউল ইসলাম।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh