logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১, ১৪ মাঘ ১৪২৭

পরিত্যক্ত হয়েছে উইন্ডিজ-নিউ জিল্যান্ডের শেষ টি-টোয়েন্টি

The last T20 of the Windies-New Zealand has been abandoned
ছবি- ক্রিকইনফো
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক নিউ জিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারায় কিউইরা।

দ্বিতীয় ম্যাচে ২৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭২ রানে হারে ক্যারিবীয়রা। সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউ জিল্যান্ড।

ব্যাট করতে নেমে ২ ওভার দুই বল খেলার পর আর মাঠে গড়ায়নি ম্যাচ। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করতে হয় ম্যাচটি। ২.২ ওভারে ক্যারিবীয়রা ২৫ রান তুলে ১ উইকেট হারিয়ে।

ক্যারিবীয়দের এই সফরে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ৩ ডিসেম্বর হ্যামিল্টনে শুরু হবে প্রথমটি ও ১১ ডিসেম্বর ওয়েলিংটনে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এমআর/

RTV Drama
RTVPLUS