• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তামিমের ব্যাটে জয়ে ফিরল বরিশাল

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২০, ২১:৫৭
Barisal returned victorious with Tamim's bat
তামিম ইকবাল ৭৭ (৬১) || ম্যাচ সেরা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে জেমকন খুলনার সঙ্গে জিততে জিততে হেরে যায় ফরচুন বরিশাল। অপরদিকে প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী টানা দুই ম্যাচে জয় পায়।

উজ্জীবিত রাজশাহীর সামনে ঘুরে দাঁড়ানোর ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে তামিম ইকবালের দল। সেটিও আবার তামিমের ব্যাটে ভর করে।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করে রাজশাহী। ব্যাট করতে নেমে কুড়ি ওভারে ৯ উইকেটে ১৩২ রান তোলে নাজমুল হোসেন শান্তরা।

গত দুই ম্যাচের মতো এদিন ব্যাট হাতে বড় স্কোর করতে পারেনি কেউ। তবে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর আনিসুল ইসলাম ইমন করেন সমান ২৪ রান।

এছাড়া মেহেদী হাসানের ২৩ বলে ৩৪ রান আর ফজলে মাহমুদের ৩১ রানে সম্মানজনক স্কোর পায় রাজশাহী।

বরিশালের হয়ে ৪ উইকেট নেন কামরুল ইসলাম, ২ উইকেট নেন মেহেদী মিরাজ ও ১টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও আবু জায়েদ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে ওপেনার মেহেদী মিরাজ আজও হতাশ করে বরিশালকে। গত ম্যাচে শূন্য রানে ফেরার পর আজ ১ রান করে ফেরেন সাজঘরে।

তবে তামিম ইকবাল একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন, সঙ্গে পেয়ে যান অর্ধশতকও।

তামিমের সঙ্গে পারভেজ ইমন খেলেন ১৭ বলে ২৩ রানের ইনিংস। তৌহিদ হৃদয় করেন ২৪ বলে ১৭ রান।

শেষদিকে আফিফ হোসেনের শূন্য রানে ফেরা আর ইরফান শুক্কুরের ৩ রানে রান আউট হলেও তামিমের অপরাজিত ৭৭ রানের ইনিংসে ভর করে জয়ের ৫ উইকে হাতে রেখে বন্দরে পৌঁছে যায় বরিশাল। তামিমের ম্যাচ জেতানো ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছয়।

রাজশাহীর হয়ে ২ উইকেট নেন মুকিদুল ইসলাম। ১টি করে উইকেট নেন এবাদত হোসেন ও মেহেদী হাসান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিলারের বউয়ের জন্য যে উপহার পাঠালো ফরচুন বরিশাল
বিপিএলে কে কোন পুরস্কার পেলেন
প্লে-অফে টস জিতে ফিল্ডিংয়ে ফরচুন বরিশাল
টস জিতে ব্যাটিংয়ে ফরচুন বরিশাল
X
Fresh