logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, ৭ মাঘ ১৪২৭

ম্যারাডোনা সমাহিত হবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট কার্যালয়ে

pele messi ronaldo
ম্যারাডোনা
ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনাকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনায় চলছে নানা প্রস্তুতি। 

স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী বুয়েন্স আয়ার্সের প্রেসিডেন্ট কার্যালয় কাসা রোসাদায় ‘ফুটবল ঈশ্বর’কে শেষ বিদায় জানানো হবে। 

করোনা মহামারিতে বিধিনিষেধ থাকা সত্ত্বেও জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে অনুষ্ঠানটি। 

এদিকে মৃত্যুর পর ম্যারাডোনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। 

পরিবারের সম্মতি নিয়ে তিনি জানান, কিংবদন্তি এই ফুটবলারকে সমাহিত করা হবে প্রেসিডেন্ট কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যানশনে। 

এর আগে মৃত্যুর পরপরই তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় আর্জেন্টিনায়। 

এছাড়া শুক্রবার পর্যন্ত সব ধরনের জনাকীর্ণ অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

ওয়াই

RTV Drama
RTVPLUS