কাতার ম্যাচের আগে দুঃসংবাদ বাংলাদেশ দলে
২০২২ বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে কাতারের বিপক্ষে ফিরতি ম্যাচের আগে আরেকবার দুঃসংবাদ পেতে হলো বাংলাদেশকে।
ফরোয়ার্ড সুমন রেজা বাথরুমে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন ডান হাতে। এতে তার হাতে বেশ কয়েকটি সেলাইও দিতে হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সুমন রেজা বাথরুমে পড়ে ডান হাতে ব্যথা পেয়েছেন। হাসপাতালে নিয়ে তার হাতে সেলাই করা হয়েছে।’
এদিকে বুধবার রাতে সাড়ে ৮টায় কাতার আর্মি টিমের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলোতে নামে।
এই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাভিদ নেওয়াজ জীবন। কাতারে পৌঁছানোর পর কোভিড পরীক্ষা করানো হয়েছে বলে জানিয়েছে বাফুফে।
আগামী ৪ ডিসেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় পর্বের ম্যাচ এটি।
এমআর/