• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এক দশক পর ইব্রার গোলেই জয়ে ফিরল মিলান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ০৯:২২
Ibrahimovic Napoli AC Milan
ইব্রাহিমোভিচ

নাপোলির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছে এসি মিলান। সিরি আ’র ম্যাচে দলের হয়ে জোড়া গোল তুলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। দীর্ঘ ১০ বছর পর নাপোলির মাঠে জয় তুলেছে মিলানের দলটি।

রোববার রাতে ২০ মিনিটে হেডের মাধ্যমে গোল আদায় করে দলকে এগিয়ে দেন সুইডিশ তারকা ইব্রা। সবশেষ ২০১০ সালের অক্টোবরে স্টাডিও সান পাউলোতে জয় পেয়েছিল এসি মিলান। মজার বিষয় হচ্ছে ওই ম্যাচেও গোল পেয়েছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ।

এদিকে গেল রাতে বিরতির পর ৫৪ মিনিটে দ্বিতীয় গোল তুলে নেন। মৌসুমে মাত্র ছয় ম্যাচ খেলে নিজের দশম গোল তুললেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

প্রাপ্তির সঙ্গে দুঃসংবাদও রয়েছে। ৭৯তম মিনিটের মাথায় পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে হয়েছে ৩৯ বছর বয়সী ইব্রাহিমোভিচকে।

এদিকে ৬৩ মিনিটে নাপোলির হয়ে একটি গোল তুলেন দ্রায়িস মার্টেন্স। যদিও অতিরিক্ত সময়ে সময়ে (৯০+৫) এসি মিলানের হয়ে নরওয়েজিয়ান উইঙ্গার ইয়েন্স প্যাতের হগ গোল করেন। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-কালো শিবির।

৮ ম্যাচ খেলে ২০ পয়েন্ট তুলে শীর্ষে স্থান আরও পোক্ত করলো মিলান। ১৪ পয়েন্ট সংগ্রহ করে নাপোলির অবস্থান ষষ্ঠ স্থানে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করল ইউরোপের ফুটবল ক্লাবগুলো
X
Fresh