• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কাতারেও বাংলাদেশ দলকে পিছু ছাড়েনি করোনা

আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২০, ১৮:৫৯
Do not leave the Bangladesh team behind in Qatar
ছবি- সংগৃহীত

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের একটি ম্যাচ খেলতে কাতারে অবস্থানকারী বাংলাদেশ দলে থাবা বসিয়েছে করোনাভাইরাস। দলের ম্যানেজার আমের খান ও ফিজিওথেরাপিস্ট ফুয়াদ হাসান হাওলাদার করোনা আক্রান্ত হয়েছেন।

শুক্রবার বিকেলে (২০ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

একদিন আগেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যায় জামাল ভূঁইয়াদের বহনকারী বিমানটি।

আগামী ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে মাঠে নামবে জাতীয় দল। প্রাথমিকভাবে তিনদিন কোয়ারেন্টিন করার কথা থাকলেও দুইজন আক্রান্ত হওয়ায় সোমবার পর্যন্ত হোটেল রুমেই থাকতে হচ্ছে লাল-সবুজদের।

কাতার সফরের আগে ঘরের মাঠে নেপালের বিপক্ষে দুটি ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পায় স্বাগতিকরা। এর পরই প্রধান কোচ জেমি ডে করোনা পজেটিভ হন। তাই দ্বিতীয় ম্যাচে ডাগ আউট সামলাতে হয় বাংলাদেশের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসকে।

ঢাকা ছাড়ার আগে বুধবার ২৭ সদস্যের দল ঘোষণা করা হয়। এরপর দলের রক্ষণভাগের খেলোয়াড় এস এম মনজুরুল রহমান করোনা আক্রান্ত হন। অন্যদিকে চোটের কারণে নাবীব নেওয়াজ জীবন ছিটকে পড়েন। দুই জনকে রেখে ২৫ খেলোয়াড় ও ১০ জন কোচ ও স্টাফ নিয়ে কাতারের উদ্দেশ্যে ছাড়ে যায় বিমানটি।

কাতার সফরে বাংলাদেশ দল

গোলরক্ষক

আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকু ও পাপ্পু হোসেন।

রক্ষণভাগ

তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত।

মধ্যমাঠ

আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, মামুনুল ইসলাম, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন।

আক্রমণভাগ

মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, ম্যাথিউজ বাবলু ও সুমন রেজা।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh