logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২০, ১৫:৫৪
আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৬:৫৭

সাকিব-মুশফিকদের করোনা পরীক্ষা শুক্রবার

Shakib-Mushfiqur's corona test on Friday
ছবি- সংগৃহীত
আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আসরে অংশ নিচ্ছে পাঁচটি দল। আগামী ২১ নভেম্বর সবগুলো দল চলে যাবে জৈব সুরক্ষা বলয়ে টিম হোটেলে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হল; গাজী গ্রুপ চট্টগ্রাম, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও ফরচুন বরিশাল।

তার আগে আগামীকাল ২০ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হবে প্রত্যেক দলের খেলোয়াড়দের।

এর আওতায় আছে টিম অফিসিয়াল, গ্রাউন্ডসম্যান ও হোটেল কর্মীসহ প্রায় ২৫০ জন। সবাই আগামীকাল করোনা পরীক্ষার জন্য নমুনা দিবেন।

করোনা পরীক্ষার পর নেগেটিভ ফলাফল আসা ক্রিকেটার, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট উঠবেন টিম হোটেলে আর গ্রাউন্ডস কর্মীরা থাকবেন মিরপুর ক্রীড়া পল্লীতে।

এছাড়া যাদের করোনা পজিটিভ আসবে তাদের জন্য মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি ভবনের একতলায় আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘শুক্রবার (২০ নভেম্বর) পাঁচ দলের ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হবে। নেগেটিভ ফলাফল আসাদের ২১ তারিখে জৈব সুরক্ষা বলয়ে টিম হোটেলে উঠানো হবে। এছাড়া হোটেল কর্মী এবং ৫০ জন গ্রাউন্ডসম্যানদেরও করোনা পরীক্ষা করা হবে। গ্রাউন্ডসম্যানদের থাকার জন্য মিরপুর ক্রীড়াপল্লীতে ব্যবস্থা করা হয়েছে।’

দীর্ঘ ২৫ দিন পাঁচ দলের এই টি-টোয়েন্টি আসরের পর্দা নামবে আগামী ১৮ ডিসেম্বর।

এমআর/

RTVPLUS