• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দারুণ শুরুর পর থামলেন তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২০, ২১:৪০
Tamim stopped after a great start
ছবি- পিএসএল

লাহোর কালান্দার্সের ফাইনালে ওঠার সমীকরণের ম্যাচ। শনিবার প্রথম এলিমিনেটরের ম্যাচে পেশওয়ার জালমিকে হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখে তামিম ইকবালের দল।

আজ দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে মুলতান সুলতানসের মুখোমুখি হয়েছে তামিমরা। টসে হেরে ব্যাট করতে নামেন লাহোরের দুই ওপেনার তামিম ও ফখর জামান। ফখর থিতু হবার চেষ্টা করলেও তামিম তুলেছেন দ্রুত রান।

তার খেসারতও দিতে হয়েছে টাইগার অধিনায়ককে। ২০ বলে ৩০ রান তুলে ফিরতে হয়েছে সাজঘরে। ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। ৪ ওভার পাঁচ বলের সময় দলীয় ৪৬ রানের মাথায় জুনাইদ খানের বলে ক্যাচ দেন খুশদিল শাহ্‌র হাতে।

শনিবার নিজের প্রথম ম্যাচে দারুণ শুরুর পরও বড় করতে পারেননি ইনিংস। ১০ বলে ১৮০ স্ট্রাইক রেটে ২টি চার ও ১টি ছয়ে করেন ১৮ রান।

পেশওয়ারের দেয়া ১৭১ রান তাড়া করতে নেমে লাহোরের মোহাম্মদ হাফিজ খেলেন ৪৬ বলে ৭৪ রানের ইনিংস। মূলত তার ব্যাটে ভর করেই ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে লাহোর কালান্দার্স। আজ দ্বিতীয় এলিমিনেটরে যে দল জয় পাবে তারাই পৌঁছে যাবে ফাইনালে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
X
Fresh