• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রিয়াল মাদ্রিদে করোনার থাবা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২০, ১৮:৫৮
casemiro hazard real madrid
ক্যাসিমিরো ও হ্যাজার্ড

কয়েকদিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাও। এবার স্প্যানিশ দলটির দুই তারকা এইডেন হ্যাজার্ড ও ক্যাসিমিরো।

লা লিগায় হুয়েস্কাকে ও চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে হারানোর পর বড় ধরনের বিপাকে পড়ল দলটি।

শনিবার স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষ থেকে বেলজিয়ান ফরোয়ার্ড হ্যাজার্ড ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমিরোর আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রিয়াল শিবিরের দুই তারকা বাদে সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

বিবৃতিতে লস ব্লাঙ্কোসরা জানায়, শুক্রবার দলের সবার নিয়মিত কোভিড-নাইনটিন পরীক্ষা করার পর হ্যাজার্ড ও কাসেমিরোর ফল পজিটিভ আসে।

শনিবার দ্বিতীয়বার পরীক্ষা করলে তাদের সংস্পর্শে আশা অন্য সবার ফল নেগেটিভ হলেও তারা দুইজন আবারও পজেটিভ হন।

দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর কয়েকদিন আগেই মাঠে ফিরেছেন হ্যাজার্ড। অন্যদিকে মাঝ মাঠে জিনেদিন জিদানের দলের অন্যতম প্রধান শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন ক্যাসিমিরো।

দলের প্রধান দুই অস্ত্রকে ছাড়াই রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে হচ্ছে সার্জিও রামোস নেতৃত্বাধীন দলটিকে।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। সরাসরি সম্প্রচার করা হবে লা লিগার ফেসবুক পেজে।

লা লিগায় ৭ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। ৮ ম্যাচে ৮ পয়েন্ট তুলে ১৩ নম্বরে রয়েছে ভ্যালেন্সিয়া। অন্যদিকে ২ ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছে বার্সেলোনা।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
X
Fresh